নকলায় মতিয়া চৌধুরীর নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা, আহত ৪, গ্রেপ্তার ৮

নির্বাচনী প্রচার কেন্দ্রে পড়ে থাকা ছিঁড়া পোস্টার ও বেঞ্চে লেগে থাকা নেতাকর্মীদের রক্তের দাগ। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা করেছে বিএনপি কর্মীরা। হামলায় চারজন গুরুতর আহত হয়েছে। আহতদের নকলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে উপজেলা ও ইউনিয়ন বিএনপির আটজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

১৪ ডিসেম্বর সন্ধ্যায় নকলা উপজেলার টালকি ইউনিয়নের রামের কান্দি মোড়ে এই ঘটনা ঘটে।

আহতদের নকলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ জানান, টালকি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্ধ এক নির্বাচনী প্রচারণা শেষে স্থানীয় নির্বাচনী প্রচার কেন্দ্রে প্রবেশ করতেই বিএনপির নেতাকর্মীরা হামলা ও ভাংচুর চালায়। এতে ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল সরকার, ইউপি শ্রমিকলীগের সহসভাপতি মামুন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আকবর ও বাবু সরকার আহত হন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, স্থানীয়ভাবে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থকদের উত্তেজনা দেখা দিলে ১৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হন। এ বিষয়ে ইউপি আওয়ামী লীগের সভাপতি হযরত আলী বাদী হয়ে নকলা থানায় ৬১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।