নকলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আল সোহাগ। ছবি : বাংলারচিঠি ডটকম

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

‘ঘরের ইঁদুর মাঠের ইঁদুর ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’ এই প্রতিপাদ্যে শেরপুরের নকলা উপজেলায় জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। ২২ নভেম্বর সকালে শেরপুরের নকলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস কনফারেন্স কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আল সোহাগ প্রধান অতিথি হিসেবে এ অভিযান উদ্বোধন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যের মাঝে উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ মুভি বাংলা টিভির প্রতিনিধি শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।