জামালপুরে কারখানা ব্যবস্থাপনা কর্মশালা শুরু

কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে কারখানা ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা উন্নয়ন শীর্ষক পাঁচদিনব্যাপী কর্মশালা ৩১ অক্টোবর সকালে শুরু হয়েছে। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ-নাসিব জামালপুর জেলা শাখা জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেছে।

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন।

নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর বিসিকের ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবর ও এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আবির হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পূবালী ব্যাংক জামালপুর শাখার কর্মকর্তা মো. রুককুল আমিন, নাসিবের সভাপতি নারী উদ্যোক্তা চিকিৎসক সাঈদা আক্তার, কোষাধ্যক্ষ মো. ওয়াদুদ ও সদস্য রাইফুল ইসলাম রিপন, জেলা হস্তশিল্প অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সম্রাট প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসিব জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মো. খলিলুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানা ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা উন্নয়ন শীর্ষক পাঁচদিনব্যাপী এ কর্মশালায় নাসিবের ৩০ জন সদস্য অংশ নিবেন। ৪ নভেম্বর এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।