বকশীগঞ্জে মিনা দিবস পালিত

মিনা দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘মায়ের দেওয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ প্রতিপাদ্যে ২৪ সেপ্টেম্বর মিনা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন চিকিৎসক শিহাব উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ খায়রুল বাশার, ইউআরসি ইন্সট্রাক্টর মহির উদ্দিন, শিক্ষক প্রণব কুমার সেন, ইসমাইল হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মিনা দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।