এশিয়ান গেমস ফুটবলে কাতারের বিপক্ষে বাংলাদেশের জয়

বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
অনেকদিন পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ছেলেরা জয়ের দেখা পেল। বলা যায় তারা ইতিহাস সৃষ্টি করলো। ১৯ আগস্ট ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলার শেষ মিনিটে এসে জামাল ভুঁইয়ার গোলে কাতারকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

২০২২ সালের বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে।

যেখানে কাতার ৯৮তম স্থানে অবস্থান করছে, সেখানে বাংলাদেশ রয়েছে ১৯৪ তম স্থানে। সেই কাতারকে এশিয়ান গেমসের ফুটবলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। গড়েছে নতুন ইতিহাস। এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ গ্রুপ পর্ব টপকে উঠে গেলো শেষ ষোলোতে।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম