শেরপুরে তিন শিবির নেতার কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত দুই শিবির নেতা। ছবি : বাংলার চিঠি ডটকম

সুজন সেন, শেরপুর ॥
শেরপুরে তিন শিবির নেতাকে কারাদণ্ড দিয়েছে আদালত। সন্ত্রাস দমন আইনের মামলায় ওই তিন শিবির নেতাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ১৩ আগস্ট দুপুরে শেরপুরের বিশেষ জজ এম এ নূর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মাঞ্জান আলীর ছেলে আবু মাসুম ওরফে মাসুদ (৩০), একই উপজেলার পূর্ব চাঁদগাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলাম (২৫)।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ জুন বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ জামে মসজিদে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তারা। বৈঠকের সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে রাষ্ট্রবিরোধী জিহাদী বই ও প্রচারপত্রসহ তাদেরকে আটক করে।