বকশীগঞ্জকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা

বকশীগঞ্জকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। ২৭ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত চেক ও অর্থ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঘোষণা করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার খায়রুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিনহাজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম প্রমুখ।

২০১৭-২০১৮ অর্থ বছরের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঐচ্ছিক তহবিল থেকে ৪০ জন উপকারভোগীর মাঝে ২ লাখ ৪০ হাজার, নয়টি মসজিদে ৯০ হাজার, দু’টি মন্দিরে ২০ হাজার, সামাজিক বনায়ন কর্মসূচির ১৮ জন অংশীদারের মাঝে ৪২ লাখ টাকার চেক বিতরণ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মাঝে অর্থ বিতরণ, অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ ও ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ২৩৫ জন ভিক্ষুকের মাঝে নগদ অর্থ ও সম্পদ বিতরণ করা হয়।

এরপর স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা শিক্ষা দপ্তরের নবনির্মিত উর্দ্ধমূখী সম্প্রসারণ ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।