জামালপুরে ৮ মাদকাসক্তকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আট মাদকাসক্ত ব্যক্তি। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
র‌্যাবের উদ্যোগে জামালপুর শহরের দয়াময়ী মোড় মন্দিরের সামনে থেকে আটজন মাদকাসক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকে পনেরো দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুণ্ডু। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। ১৫ জুলাই দুপুরে এ অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্ত মাদকাসক্তরা হলো জামালপুর পৌরসভার খুপিবাড়ী এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৩৬), বানিয়াবাজার এলাকার ইউনুছ আলীর ছেলে আনোয়ার হোসেন রাজু (৩১), তিরুথা বটতলা এলাকার মৃত আশেক আকন্দের ছেলে মিন্টু আকন্দ (২৫), নাওভাঙ্গা এলাকার রবিউল আউয়ালের ছেলে সাব্বির হোসেন শাকিল (১৯) ও ব্রাহ্মণপাড়া এলাকার ওয়াজেদ রেজার ছেলে শাকিল মাহমুদ, জামালপুর সদরের রায়েরচর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসেম (৩৩), দামেশ্বর গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে রাজা মিয়া (২৬) এবং বকশীগঞ্জ উপজেলার মিয়াপাড়া গ্রামের আবু শহিদের ছেলে মিলন মিয়া (১৯)। তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *