সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় ২৮ নভেম্বর রাতে ও ২৯ নভেম্বর সকালে কড্ডার মোড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। খবর ডেইলি বাংলাদেশের।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এর উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, সয়দাবাদ এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিতালুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। হতাহতরা দুই ট্রাকের ড্রাইভার ও হেলপার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

কড্ডার মোড় ট্রাফিক ইন্সপেক্টর আসাদ আলী বলেন, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও একটি ট্রাকের সংঘর্ষ হয়। বাস থেকে পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। নিহত এবং আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ