বকশীগঞ্জে বজ্রপাত প্রতিরোধে ৫শ তালবীজ রোপণ

তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মুন মুন জাহান লিজা।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত নিরোধে ৪ অক্টোবর বেলা ১১টায় তালবীজ রোপণ করা হয়েছে।

আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ও সেফ দ্যা নেচার অব বাংলাদেশ এর জামালপুর জেলার উদ্যোগে বকশীগঞ্জ- ধানুয়া কামালপুর সড়কে ৫শ তালবীজ রোপণ করা হয়।

তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

তালবীজ রোপণ কর্মসূচিতে ইউএনও মুন মুন জাহান লিজাসহ অন্যান্যরা।ছবি: বাংলারচিঠিডটকম

তালবীজ রোপণ কর্মসূচির উদ্যোক্তা ও সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছাড়াও তালবীজ রোপণকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম আবু সায়েম, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মেসবাহ উল হক তুহিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সভাপতি নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।