জামালপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের স্মারকলিপি প্রদান

স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা অন্তর্ভুক্তকরণ এবং বাস্তবায়নের জন্য চাকুরি জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ১৪ জুন দুপুরে জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের কাছে এ স্মারকলিপি জমা দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মো. নওশের আলী, সদস্য সচিব মো. আব্দুল্লাহ, অধ্যক্ষ হাফিজুর রহমান তালুকদার, শামীম হোসেন, জাহাঙ্গীর আলম, ছামিউল হক, রফিকুল ইসলাম, জাকির হোসেন, মো. আলী, মো. ইউসুফ আলী, নাজমুল আহমেদ, সোলায়মান, হাফিজুর রহমান বাদল, মোছা. মহসীন খাতুন, মোস্তফা খালেদ আনসারী, মিতালী বর্মন, মনিরা খাতুন, সাইফুল্লাহ, প্রাপ্তি, রোকন উদ্দিন, শামীম মুজিব জাদা, নুরুল আমিন, আমিনুল ইসলাম, সালেহীন মাসুদ, মনোয়ারা, রোকনুজ্জামান, নাহিদা সুলতানা ও মাহমুদুল্লাহ প্রমুখ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, সংগঠনটি দীর্ঘদিন যাবত রাজপথে মানববন্ধন, আলোচনা সভা করে শিক্ষকদের সামাজিক মর্যাদা, আর্থিক স্বচ্ছলতা ও চাকুরির নিরাপত্তা প্রদানে কাজ করে যাচ্ছেন। এমতাবস্থায় বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে পূর্ণাঙ্গ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা অন্তর্ভুক্তকরণ এবং বাস্তবায়নের জন্য চাকুরি জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষকরা।