জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

জামালপুরে জেলা মৎস্যজীবী দল বিক্ষোভ মিছিল বের করে। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব আইনজীবী রুহুল কবীর রিজভীর ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। ৩ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে এ বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়।

শহরের নিউ কলেজ রোড (আজাদ ডাক্তার মোড়) থেকে বিক্ষোভ মিছিল বের করে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক চিকিৎসক মো. জুনায়েদ হোসেন, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সাইদুর রহমান প্রমুখ।

বিক্ষোভ কর্মসুচিতে জামালপুর শহর বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, শহর তাঁতীদলের আহ্বায়ক আজমল খান সফিক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ মৎস্যজীবী দলের জেলা, শহর, সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ৩০ জানুয়ারি ঢাকার সিটি নির্বাচনে প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব আইনজীবী রুহুল কবীর রিজভীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়। বক্তারা ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।